নুর মোহাম্মদ, কক্সবাজার:
অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে পর্যটন জোন সাঁড়াশি অভিযান শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। চলমান অভিযানে হোটেল মোটেল জোন থেকে ৭ জন ছিনতাইকারীসহ একজন শিশু বলাৎকারকারী গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।
এ সময় ছিনতাই কাজে ব্যবহার ছুরি, রডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গত শনিবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান ,ট্যুরিস্ট পুলিশ পৃথক অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৭ জন ছিনতাইকারী ও হোটেল মোটেল জোনে ১ শিশুকে বলাৎকারের দায়ে কলাতলী রেস্তোরাঁ মালিক রফিক’কে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম। এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজার পৌরসভার দক্ষিণ ঘোনারপাড়ার মৃত আব্দুল মালেক ও রহিমা আক্তার’র পুত্র মোঃ নুর ওরফে পেঠান (৩৬), পাহাড়তলী ইউসুফেরঘোনার ইমাম হোসেন ও আনোয়ারা বেগম’র পুত্র মোঃ শিহাব উদ্দিন ওরফে রাতুল হাসান (১৯) ও মহেশখালী উপজেলার নলবিলা এলাকার কবির আহমেদ ও জাহেদা বেগম’র পুত্র জাহাঙ্গীর আলম (২৬), একই উপজেলার শিকদারপাড়ার বেলাল আহমদ ও জীবন আরা বেগম’র পুত্র সাহেদ আহমদ (২৮), একই এলাকার মাহবুব আলম ও মাহমুদা বেগম’র পুত্র তোফাজ্জল হাসনাত রনি (২৩) ও মনির আহমেদ ও মোতাহারা বেগম’র পুত্র মজিবুর রহমান (২০) এবং ঝিলংজা ইউনিয়ন’র দরিয়ানগর বড়ছড়ার আক্তার কামাল ও রাবেয়া বেগম’র পুত্র মোঃ উসমান ওরফে সবুজ (২৮)।
ছিনতাইকারীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ট্যুরিস্ট পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।