ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরকলে চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা এবং নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাখি চাকমা।

বুধবার (৮ মে) বিকেলে তারা দুজনই ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা এ সময় পুনর্নির্বাচন দাবি করে বলেন, আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী বিধান চাকমাসহ তাদের সমর্থিত প্রার্থীদের জেতাতে ওই সংগঠনের সশস্ত্র কর্মীরা বিভিন্ন এলাকায় ভোটারদের চাপ প্রয়োগ, বাধা প্রদানসহ ভোটের পরিবেশ নষ্ট করায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী সন্তোষ আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাখি চাকমা সেলাই মেশিন প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।