ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পোয়েটস ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার অনলাইনে বসন্ত বরণ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

 

বাংলাদেশ পোয়েটস ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বসন্ত বরণ অনুষ্ঠান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) রাত দশটায় বাংলাদেশ পোয়েটস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি কবি সৈয়দা শিরিন আক্তার এর সভাপতিত্বে ও ফরিদপুর জেলা সম্পাদক কবি ফরিদা সুলতানার সঞ্চালনায় বসন্ত বরণ উপলক্ষে অনলাইন ভিডিও কনফারেন্সে কবি পাঠ ও গানের আড্ডা অনুষ্ঠিত হয়।

 

আড্ডায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, নির্বাহী পরিচালক কবি ও গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী জেলা সভাপতি কবি ফারুক আল্ ফয়সাল, কলকাতা সভাপতি কবি মোহাম্মদ আল্লারাখা, ফরিদপুর জেলা সভাপতি কবি শরিফ মুহাম্মদ সালমান, কুমিল্লা জেলা সভাপতি কবি লায়লা আরজুমান শিউলী, কলকাতা থেকে কবি হাসিনা আনজুম মোনালিসা, সুনামগঞ্জ থেকে কবি ইমামুল ইসলাম রানা, গাজীপুর জেলা সাংগঠনিক সম্পাদক কবি ফিরোজ আহমদ স্বপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ-সাধারণ সম্পাদক নুরুন নেওয়াজ রানা, নারায়ণগঞ্জ জেলা সভাপতি কবি লায়ন সালেহ আহমদ।

 

অনুষ্ঠানে পঠিত লেখা পর্যালোচনা করেন কবি মোহাম্মদ আল্লারাখা ও ইমামুল ইসলাম রানা।