ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার:

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে দেশি-বিদেশি ৭টি আগ্নেয়াস্ত্র ও ১৮ রাউন্ড গুলিসহ পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

রোববার (২৮ এপ্রিল) ভোরে উখিয়ার কুতুপালং-২-পশ্চিম রোহিঙ্গা শিবিরের ডি-৯ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল।

আটকরা হলেন—কুতুপালং ২-পশ্চিম রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২) এবং একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) ও এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)।

এপিবিএন পুলিশ জানিয়েছে, আটকরা সবাই রোহিঙ্গা ক্যাম্প-ভিত্তিক একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য।

এডিআইজি ইকবাল বলেন, রোববার ভোরে উখিয়া উপজেলার কুতুপালং-২-পশ্চিম রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের জনৈক ব্যক্তির বসতঘরে কতিপয় লোকজন অপরাধকর্ম সংঘটিত করার উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে—এমন খবরে এপিবিএনের একটি দল সেখানে অভিযান চালায়।

ওই বসতঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন লোক পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হয়। পরে তাদের শরীর এবং বসতঘরে তল্লাশি চালিয়ে বিদেশি ৫টি পিস্তল, দেশি ২টি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এপিবিএনের এই কর্মকর্তা বলেন, আটকরা রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এডিআইজি মোহাম্মদ ইকবাল।