ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়াতে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা

পেকুয়া উপজেলা প্রতিনিধি:

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম।
এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ শ্রদ্ধা নিবেদন করেন।

 

পরে উপজেলা পরিষদের হলরুমে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু।

 

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাসেম, জেলা আ.লীগের সাবেক সদস্য এসএম গিয়াস উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ স্বাধীনতা পাচ্ছে- এমন সময় দেশকে পঙ্গু করতে ১৪ ডিসেম্বর দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হলো। যাতে দেশ স্বাধীন হওয়ার পরও চলতে না পারে। দেশ স্বাধীনতা লাভের পর যখন ঠিকঠিক চলছিলো, তখনই পরাজিত শক্তিরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করে।

 

বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিচক্র শুধু ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেনি, তারা হত্যা করেছিল এদেশের মানুষের আশা-আকাঙ্খাকে। বঙ্গবন্ধুর জীবনীর ইতিহাস নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জানাতে হবে। তাঁর সম্পর্কে সঠিক তথ্য ও জীবনী তুলে ধরতে হবে শিক্ষার্থীদের সামনে।

 

এদিকে সকালে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।