ই-পেপার | বুধবার , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি :

রামুতে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রামু উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল এর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সকল নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

শুক্রবার ২৩ জুন রামু উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় বক্তব্য দেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন রামু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাষ্টার নুরুল আমিন, নুরুল ইসলাম বকুল, রতন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, সুর্জন শর্মা, নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, নুরুল হক চৌধুরী, কৃষি ও সমবায় সম্পাদক আলী হোসেন মেম্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক সিকদার, সদস্য ফিরোজ মিয়া, আকতার কামাল, রহমত উল্লাহ, ওবায়দুল হক, মোঃ হোসেন সোহেল, সরওয়ার আলম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, রশিদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহমদ বাবুল, সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহিন, কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হোসেন প্রমুখ।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪