নুর মোহাম্মদ, কক্সবাজার :
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোষ্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রামু ৩০ ব্যাটালিয়নের সদস্যরা।
বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার (২৯ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং হতে কক্সবাজারগামী একটি বাস মরিচ্যা যৌথ চেকপোস্টে কর্মরত সদস্যরা তল্লাশি করে মোঃ ইউনুছ (৫৫)কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১১,২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৩৩ লক্ষ ৬০ হাজার টাকা।
আটক মোহাম্মদ ইউনুস কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বটতলী মাদরাসা পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ’র পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যাবসায়ী বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার বিষয়টি রামু থানায় অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের দেওয়ান নিশ্চিত করেন।