ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চরম্বায় তাঁতীলীগের উদ্যোগে আগস্টে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি,লোহাগাড়া

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট মর্মাহত হত্যাকান্ড এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদ স্মরণে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন তাঁতী লীগের আযোজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকালে মাইজবিলা সরকারী প্রাথমি বিদ্যালয়ের ক্লাস রুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শফিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা তাঁতীলীগ আহ্বায়ক নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম, সাধারণ সম্পাদক ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের আসাব উদ্দীন, লোহাগাড়া ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি জানে আলম, আমিরাবাদ ইউনিয়ন তাঁতিলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পদুয়া ইউনিয়নের আকবর আলীসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪