শিব্বির আহমদ রানা,বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থেকে কক্সবাজারের বায়তুশ শরফ চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে আসার পথে বাস-মাইক্রো দুঘর্টনায় ৪ জন নিহত ও প্রায় ১২/১৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২৯ এপ্রিল) ১২ টার দিকে কক্সবাজারে ঈদগাহ এলাকায় রোগীবাহী মাইক্রো ও বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মারা যান বাঁশখালীর ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, রায়ছটা এলাকার গোলাম সোবহানের ছেলে দুলা মিয়া ও বাহারছড়ার ইলশা গ্রামের আবু আহমদ (প্রকাশ মাইমুনের আব্বা) সহ আরেকজনের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি পারিবারিক ভাবে নিশ্চিত করলে ও অন্যদের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় ১২/১৪ জন আহত হওয়ার খবর জানা যায়।
আহতদের যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে অবস্থানকারি বাঁশখালীর পুইছড়ি এলাকার সন্তান কক্সবাজারে কর্মরত সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী পলাশ জানান, এ ঘটনায় ৪ জন মারা যান, ৬ জন গুরুতর আহত এবং আরো বেশ কয়জনের অবস্থা আশংকাজনক।