ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে নানা আনুষ্ঠানিকতায় বিজয় দিবস পালিত

মহেশখালী সংবাদদাতা :

মহান বিজয় দিবস উপলক্ষে মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিভিন্ন দল ও সংগঠনের ব্যানারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা পরিষদের শহীদ মিনারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া আশেক উল্লাহ রফিক এমপির নেতৃত্বে মহেশখালী উপজেলা আ’লীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, শ্রমিক লীগ, যুবলীগ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ডিসপ্লে প্রদর্শনীতেও মহেশখালীর কয়েকটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় টিম পুরস্কৃত হয়।

উপজেলারর বিভিন্ন মাদরাসা ও হেফজখানায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।