আবদুল হাকিম রানা, পটিয়া:
চট্টগ্রামের পটিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব দিবস নানা মাঙ্গলিক আয়োজনে সম্পন্ন হয়েছে। এতে পূজা, আরতী, কীর্তন, মঙ্গল শোভাযাত্রা, বস্ত্র বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি বিমল কান্তি মিত্র।
জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার শ্যামল দে’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর মেয়র আইয়ুব বাবুল, ইউএনও আতিকুল মামুন, জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী, ওসি প্রিটন সরকার, দক্ষিণ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. কবি শেখর নাথ পিন্টু, চেয়ারম্যান সরোজ সেন নান্টু, পটিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, প্যানেল মেয়র ইন্জিনিয়ার রুপক কুমার সেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, তপন কুমার ধর, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক তাপস কুমার দে, পুজা উদযাপন পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উৎসব কমিটির আহবায়ক দিলীপ ঘোষ দিপু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রনব দাশ, সাধারণ সম্পাদক নয়ন শর্মা প্রমূখ।
এতে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনার সরকার এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। তা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, এদেশে জাতীয় নির্বাচন এলেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে সবসময় সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামার মতো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাই আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যাতে কেউ এ ধরনের পরিস্থিতির অবতারণা করতে না পারে সেজন্য সকলকে সর্তক থাকতে হবে। পরে এক শোভাযাত্রা পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।