ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে পদযাত্রায় বিএনপির স্মরণকালের গণজমায়েত

সিএনএন বাংলা ডেস্ক :

সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজারে আয়োজিত বিএনপির পদযাত্রায় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি গণজমায়েত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৩টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় থেকে যাত্রা করা এই পদযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের অন্তত ২০ হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।২০০৮ সালের পর কক্সবাজারে এটিই বিএনপির সবচেয়ে বড় গণজমায়েত বলে ধরা হচ্ছে।

 

 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত এই পদযাত্রা দেখে অভিভূত হয়েছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এই পদযাত্রা কক্সবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে সরকার পতনের আন্দোলনে বৃহৎ প্রেরণা যোগাবে বলে সবার ধারণা।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিশাল পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল,জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

পদ যাত্রার আগে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য লুৎফুর রহমান কাজল বলেছেন, শেখ হাসিনার সরকারের নির্যাতন আর লুটপাটের মাত্রা এতটাই ছাড়িয়ে গেছে যে এখন আওয়ামী লীগই আওয়ামী লীগকে খাচ্ছে না। ঢাকা ১৭ আসন নির্বাচন তার জ্বলন্ত উদাহরণ। যেখানে মাত্র ১১% ভোট কাস্টিং হয়েছে। দেশের ৩০% আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে আরো ১৯% আওয়ামী লীগ নিজের দলকে প্রত্যাখ্যান করেছে।

লুৎফুর রহমান কাজল আরো বলেন, এই মুহূর্তে শেখ হাসিনার পতন ছাড়া আর কোন উপায় নেই। তাই বিএনপি এক দফার মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশকে মুক্ত করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, গণতন্ত্র হত্যা আর ভোট বিহীন নির্বাচনের জন্য এদেশ স্বাধীন হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বর্তমানে হায়েনা সরকারকে উৎখাত করতে হবে।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ, সরওয়ার জাহান চৌধুরী , জালাল আহমদ চৌধুরী, আবুল কাসেম , এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট হাসান সিদ্দিকী, আমিনুল হক চৌধুরী, অধ্যাপক ফখর উদ্দিন ফরাজী, মোসলেহ ‍উদ্দিন , সুলতান মাহমুদ চৌধুরী, আবদুর রহিম , সাইফুর রহমান নয়ন , মিজানুল আলম , দোলন ধর , ছুরত আলম তারেক মো: জুয়েল ।

উপজেলা সংগঠনের নেতৃত্বে ছিলেন , জামিল ইব্রাহিম , এনামুল হক চৌধুরী , মমতাজুল ইসলাম, সুবেদার মেজর (অব:) আবদুল মাবুদ, নুরুল ইসলাম হায়দার, মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), মো: ছৈয়দ নুর , আলমগীর তাজ জনি , গিয়াস উদ্দিন এবং জেলা অঙ্গ সংগঠনের নেতৃত্ব ছিলেন, ছৈয়দ আহমদ উজ্জল , জিসান উদ্দিন , এডভোকেট মোহাম্মদ ইউনুচ, সরওয়ার রোমন, শাহাদত হেসেন রিপন , ফাহিমুর রহমান , শরীফ উদ্দিন বাবুল , ডা: নাসির উদ্দিন , নাসির উদ্দিন , আরাফাত সাইফুল , জেলা মহিলা দল নেত্রী হালেছা বেগম, হাসনা বেগমসহ অন্যান্য।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপি’র প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদ।

বিএনপির এই পদযাত্রায় অংশ নিতে দুপুর থেকে জেলা ও উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে পদযাত্রায় অংশ নেন। একইভাবে জেলা উপজেলা পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল , তাতী দল, জাসাসসহ অন্যান্য অঙ্গসংগঠনের ব্যানারে নেতাকর্মীরা পথযাত্রায় যোগ দেন।

বিএনপি’র পদযাত্রাকে কেন্দ্র করে জেলা বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে পদযাত্রা সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল,জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪