ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে ছাত্রলীগনেতার মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি :

 

খাগড়াছড়িতে ছাত্রলীগ নেতার মোটরসাইকেলে দুর্বৃত্তের আগুনখাগড়াছড়িতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো সাবেক ছাত্রলীগ নেতা মো. পারভেজের মোটরসাইকেল। রোববার (২৯ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে মাটিরাঙ্গার হর্টিকালচার সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 

সাবেক ছাত্রলীগ নেতা মো. পারভেজ বলেন, খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখে মাটিরাঙ্গা ফেরার পথে খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরীর বাড়ি সংলগ্ন মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টারের সামনে পৌঁছলে ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান দিয়ে বিএনপির সন্ত্রাসীরা মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে মারধর ও পরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। আশপাশের লোকজন আসার আগেই মোটরসাইকেলটি পুড়ে যায়।

 

মধ্যরাতে বিএনপির অগ্নিসন্ত্রাসের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অগ্নিসন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা। অন্যদিকে ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা অস্বীকার করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বলেন, আওয়ামী লীগ নিজেরাই মোটরসাইকেল পুড়িয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে।মাটিরাঙ্গা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।