ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় সাংবাদিক ইউনিয়নের নিন্দা

বার্তা পরিবেশক:

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় কর্মরত সাংবাদিক আবদুল মজিদ, ওমর আলী, ইকবাল ফারুক ও একেএম বেলাল উদ্দিনকে আল্লামা সাঈদীর গায়েবানা জানাজা শেষে সৃষ্ট নিন্দনীয় ঘটনার মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি’র সভাপতি অ্যাডভোকেট জিএএম আশেক উল্লাহ,সহসভাপতি এমআর মাহবুব, সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ার, যুগ্ম সম্পাদক সরওয়ার সাঈদ ও কোষাধ্যক্ষ ছৈয়দ আলম।

 

এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চকরিয়ায় কারা ঘটনা ঘটিয়েছে তা ইতোমধ্যেই পত্রিকায় প্রকাশিত সংবাদে পরিষ্কার হয়েছে। এমতাবস্থায় উল্লেখিত চার সাংবাদিককে মামলায় জড়িত করায় পুলিশের ভুমিকা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 

নেতৃবৃন্দ মনে করেন, সাংবাদিকদের মামলায় জ়ড়িয়ে দেয়া কোন মহলের ইশারা ও প্রতিহিংসা থেকে হতে পারে। চকরিয়ায় প্রেস-পুলিশ-প্রশাসন সম্পর্ক বরাবরই সুন্দরের মানদণ্ডে বিদ্যমান। নেতৃবৃন্দ এই পরিবেশ বজায় রাখতে অবিলম্বে ওই চার সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি দিতে জোর দাবি জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪