ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, পটিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়ার অন্যতম মানবিক সংগঠন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লিয়া সালামিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা এয়ার মোহাম্মদ পেয়ারু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক রবিউল হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আমরা স্বাধীন দেশের
নাগরিক হতামনা । আজকে লাল সবুজের পতাকা পেতাম না। সর্বোপরি স্বকীয় পাসপোর্ট পেতাম না।
সেই জাতির পিতাকে আমরাই নির্মমভাবে হত্যা করে ইতিহাসে কলংকিত জাতি হিসেবে চিহ্নিত হয়েছি। আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্বাধীনতার সপক্ষের সরকার দীর্ঘদিন পর বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। বঙ্গবন্ধু আদর্শে উজ্জীবীত জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪