ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ ৭ মামলার আসামি গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় হত্যা ও অস্ত্রসহ ৭ মামলার পলাতক আসামি তৌহিদুল ইসলাম (২৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার আসামি তৌহিদুল ইসলাম দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া গ্রামের আবু তাহেরের পুত্র।

রোববার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বড় হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম নামের এক ‍আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

নুরুল আবছার আরও জানান, গ্রেফতার আসামি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে লোহাগাড়া থানায় হত্যা, সস্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪