ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে আরএসও-আরসা গোলাগুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা-আরএসও’র দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে বশির উল্লাহ (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) ভোর পাঁচটার দিকে উখিয়ার ক্যাম্প-১০ এর ব্লক এইচ/৩২ এই গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিতে নিহত বশির উল্লাহ ওই ক্যাম্পের ফজু মিয়ার পুত্র।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আরএসও’র দুটি গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। উভয় গ্রুপের মধ্যে প্রায় ১০-১২ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে বশির উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: