ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ট্রায়াল ম্যাচ ১-১ গোলে ড্র

ক্রিড়াবাংলা:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নিয়মিত ট্রায়াল ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

১সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে একাডেমির সিনিয়র টিম ও জুনিয়র ফুটবল টিমের মধ্যে অনুষ্ঠিত ম্যাচের উদ্বোধন করেন একাডেমির পরিচালক ও একাদশ ক্লাবের উপদেষ্টা মোঃ আখতার হোসেন।

 

একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার, সাংবাদিক মু: বাবুল হোসেন বাবলার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ খলিলুর রহমান হাওলাদার, ক্লাবের সদস্য মোঃ আব্দুর রহিম, মাঠ সমন্বয়কারী আমীর হোসেন খন্দকার, ক্লাব সদস্য মোঃ রাহাত হাসান, আঃ নূর, আব্দুল মালেক প্রমুখ।

 

সিনিয়র টিমের পক্ষে গোল দিয়ে এগিয়ে দেন রবিন। দ্বিতীয়ার্ধ্বে জুনিয়র টিমের মোঃ আরিফ গোল পরিশোধ করলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

খেলাটি পরিচালনা করেন সাবেক ফুটবলার মোঃ আব্দুর রহিম। সহকারী ছিলেন রাহাত ও মালেক।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট