ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক-অপহরণ বিষয়ে সচেতনতা বাড়াতে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ক্যাম্পেইন ও মঞ্চনাটক

বার্তা পরিবেশক:

সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশের উপজেলায় অপহরণের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে স্থানীয়দের মাঝে নেতিবাচক প্রভাব দিন দিন বেড়েই চলেছে। দ্রুত সময়ের মধ্যে অপহরণের ঘটনা বন্ধ করতে না পারলে স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

কোস্ট ফাউন্ডেশন স্থানীয় যুব ক্লাবের সমন্বয়ে ২০ আগষ্ট, রোববার উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে মাদক ও অপহরণ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন ও মঞ্চ নাটকের আয়োজন করে।

 

অপহরণ বন্ধে বক্তারা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সার্বিক সহযোগিতার জন্য স্কুল কর্তৃপক্ষকে কোস্ট ফাউন্ডেশন ধন্যবাদ জানায়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪