ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে পটিয়ায় ১৫ হাজার মানুষের গণভোজের আয়োজন

আবদুল হাকিম রানা, পটিয়া

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটিয়ায় ১৫ হাজার মানুষের গণভোজের আয়োজন করবে পটিয়া উপজেলা আওয়ামীলীগ। পটিয়ার ৭ টি কমিউনিটি সেন্টারে হিন্দু-মুসলিম, বৌদ্ধ ও খ্রীষ্টানদের জন্য পৃথকভাবে এ আয়োজন করছে বলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।

 

১৫ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচিতে রয়েছে সকাল ৯টা থেকে উপজেলার ১৪টি ভ্যানুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৩টা থেকে পৌরসদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখবেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী।
এতে সভাপতিত্ব করবেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ।

আলোচনা সভা শেষে পটিয়ার তিন প্রান্তে মোট ৭টি কমিউনিটি সেন্টারে গণভোজ আয়োজন করা হবে।

এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গকে স্বাধীনতা বিরোধীচক্র নির্মমভাবে শহীদ করে ভেবেছিল বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছে দিবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সেদিন বিদেশের মাটিতে থাকায় প্রাণে বেচেছিলেন। এরপর থেকে এদেশে স্বাধীনতা বিরোধীরা ইতিহাস বিকৃত করেছিল। আজ তাদের কারনে বঙ্গবন্ধুর হত্যার ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্টিত হওয়ায় এদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এমতাবস্থায় দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রুপান্তর করতে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় এনে শোককে শক্তিতে পরিনত করতে এবারের জাতীয় শোক দিবসে শপথ নিতে হবে।

 

পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা আ’লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল খালেক, পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদ এম এন এ নাছির প্রমূখ।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪