ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার সদরের খরুলিয়া থেকে হত্যামামলার পলাতক আসামি গ্রেফতার

নুর মোহাম্মদ

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার ঘাটপাড়া এলাকা হতে ৩ বছর ধরে পলাতক থাকা হত্যামামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ আগস্ট) র‌্যাব কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন খরুলিয়া ঘাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি আনোয়ার হোসেন (২৮) কে গ্রেফতার করে।

তিনি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া এলাকার ইমাম শরীফের পুত্র।
র‌্যাব-১৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘ তিন বছর বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিলেন।

গ্রেফতারকৃত আসামীর পূর্বের মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪