ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আগুনে পুড়লো মোবাইল ফোনের দোকান

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর (নারিকেল তলাস্থ) হক সাহেব রোডে
অগ্নিকাণ্ডের ঘটনায় ভাই-বোন ইলেকট্রনিক দোকানে ৪৫টি দামী মোবাইলসহ মূল্যবান সামগ্রী পুড়েছে।

 

৯ আগষ্ট দুপুর সোয়া দুইটায় এই ঘটনাটি ঘটেছে বলে ইপিজেড থানার জিডি নং ৫৪০ সূত্রে জানা গেছে। দোকানদার মোঃ মনজু মিয়া অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে বলেন, ঐদিন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে আশঙ্কা করছেন।

এতে করে দোকানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ৪০-৪৫টি দামি মোবাইল সেট, ৪০টি বাটন সেট, ৭০-৮০টি সিলিংফ্যান, ৩৪টি চার্জার ফ্যান, ৪-৫ টি টিভিসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য পুড়েছে। তার পরিমাণ ১০-১৫ লাখ টাকা হতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় জনতা মিলে প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

 

এব্যাপারে ইপিজেড থানার এসআই পঞ্চানন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় একটি সাধারণ ডায়রী নং,৫৪০/২৩,তাং-০৯/০৮/২০২৩ইং রুজু করা হয়েছে বলে জানিয়েছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪