ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়া শহরে ১২টি ফলের দোকান পুড়ে ছাই

এস.এম.জয়,বগুড়া :

বগুড়া শহরের সাতমাথা এলাকার বিআরটিসি মার্কেট সংলগ্ন ফল মার্কেটে আগুন লেগে ১২টি দোকানের ফল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২২শে মার্চ) দিবাগত রাত ১টার পর মার্কেটটিতে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফল মার্কেটের ব্যবসায়ীরা জানান, শহরের সাতমাথা এলাকার সপ্তপদী মার্কেটের পশ্চিমে ১২টি ফলের দোকান রয়েছে। প্রতিটি দোকানেই বিভিন্ন ধরনের ফল মজুত ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা ছুটে আসেন। এসে দেখেন দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

 

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মঞ্জিল হক-“CNN Bangla 24 ” -কে বলেন, আমরা রাত ১টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। ২০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আগুনের সূত্রপাতটা কীভাবে হলো। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে।