ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক কারবারিদের ফেলে যাওয়া বস্তায় মিললো ৭ লাখ ইয়াবা

মোঃ আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে অভিযান চালিয়ে ৭লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (৯ আগস্ট ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানির ছড়া ঘাট হয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে টেকনাফ এলাকায় প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বুধবার বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক আড়াইটায় একটি ফিশিংবোট সমুদ্র হতে মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠাপানির ছড়া ঘাটে ভিড়ে এবং ৪টি বস্তাসহ ৪ জন ব্যক্তিকে ঘাটে নামিয়ে দিয়ে বোটটি পুণরায় সমুদ্রে চলে যায়। বোট হতে নামা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়। এসময় তারা বস্তাগুলো ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে এবং কোস্ট গার্ডের সদস্যরা লোকগুলোকে ধাওয়া করলে তারা দ্রুত ঝাউবনের গহীনে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পাচারকারীরা গভীর রাতে ঝাউবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে দাবি করেছে কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এইচ এমস কাদের,সিএনএন বাংলা২৪