ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের সাথে কক্সবাজার জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

হোসেন বাবলা, চট্টগ্রাম

চট্টগ্রামের সাথে কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দোহাজারী -চন্দনাইশ উপজেলায় তীব্র জলাবদ্ধতা ও ঢলের পানি বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এছাড়া আশেপাশের উপজেলা ও ইউনিয়ন, গ্রামাঞ্চলেও প্রবল বৃষ্টি ও জোয়ার এবং পাহাড়ী ঢলের পানি নিচু এলাকায় প্লাবিত হওয়ায় দুর্যোগ সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

 

মঙ্গলবার ভোর থেকেই নতুন করে এই পরিস্থিতি হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪