ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ফেনী জেলা প্রতিনিধি :

ধর্মীয় রাষ্ট্র্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার, রাষ্ট্র্র সবার- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা শনিবার সকালে দাগনভূঞা আতাতুর্ক মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

সংগঠনের দাগনভূঞা উপজেলা কমিটির আহবায়ক এডভোকেট রশিক শেখর ভৌমিকের সভাপতিত্বে সদস্য সচিব আশীষ দত্তের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।

 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সহসভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল পালিত, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার সহদেব চন্দ্র বৈদ্য, ঐক্য পরিষদ ফেনী জেলার সভাপতি শুকদেব নাথ তপন, সাধারন সম্পাদক লিটন চন্দ্র সাহা,সহ সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, যুগ্ম সম্পাদক যতন চন্দ্র মজুমদার, রিপন চন্দ্র সাহা, অধ্যাপক অজয় কুমার দেব ও ঐক্য পরিষদ দাগনভূঞা পৌর শাখার আহবাযক রাজেশ মজুমদার প্রমুখ।

 

বক্তারা নতুন আহবায়ক কমিটিকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন এবং সকল প্রকার ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহবান জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪