ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবানে ৪ কেজি আফিমসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ৪ কেজি আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র ্যাব-১৫। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় বান্দরবান সদর থানার বাজারের ঝুমুর মার্কেটে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারি চন্দ্রমনি ত্রিপুরা (৩২) বান্দরবান জেলার থানচি উপজেলার ৭নং ওয়ার্ডের জিনাপাড়ার মৃত মাইয়া চন্দ্র ত্রিপুরার পুত্র।

 

র ্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝুমুর মার্কেটের হোটেল অতিথির ১১০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৪৫ গ্রাম আফিম উদ্ধার ও মাদক কারবারি চন্দ্রমনি ত্রিপুরাকে আটক করা হয়েছে।

 

এবিষয়ে বান্দরবান সদর থানায় এজাহার দায়ের করে ওই মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তারা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪