ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ হতাহত ৭৫

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (৩১ জুলাই) চালানো এই হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মেয়ে শিশু ও তার মা রয়েছেন।

এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৬৯ জন। মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১০ বছর বয়সী এক মেয়ে শিশু ও তার মাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া সোমবার একটি বহুতল ভবন ও বিশ্ববিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আরও ৬৯ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

 

এই ঘটনায় স্বজন হারানো ব্যক্তিদের জন্য শোক দিবস ঘোষণা করেছেন আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক।

বিবিসি বলছে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজের শহর ক্রিভি রিহ সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে রাশিয়ান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত জুন মাসে রাশিয়া এই শহরের বেসামরিক ভবনগুলোতে ‘বিশাল ক্ষেপণাস্ত্র হামলা’ চালালে ১১ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছিলেন।

তবে সর্বশেষ এই হামলার ঘটনায় আহত কয়েক ডজন লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে যাদের বয়স ৪ থেকে ১৭ বছরের মধ্যে। শহরটিতে ৬ লাখ মানুষ বসবাস করেন।

 

নিজের বেড়ে ওঠা শহর সম্পর্কে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সোমবার ভোরে একজোড়া ক্ষেপণাস্ত্র শহরের আবাসিক অ্যাপার্টমেন্ট ব্লক এবং বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে আঘাত হানে। স্থানীয় বাসিন্দারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার পর এই হামলার ঘটনা ঘটে।

 

প্রেসিডেন্ট জেলেনস্কির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে বহুতল ওই ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরও প্রায় ১৫০ জন মানুষ বিস্ফোরণ থেকে অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

 

টেলিগ্রামে দেওয়া বার্তায় ইউক্রেনের এই নেতা বলেন, হামলার ঘটনার পর ৩৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার অভিযানে অংশ নেন। এছাড়া আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক পরে জানান, জরুরি কর্মীরা হামলার শিকার ওই ভবন থেকে আরও ৩০ জনকে উদ্ধার করেছে।

 

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ এই হামলায় ‘বহু লোক’ আহত এবং ট্রমার শিকার হয়েছেন। কিন্তু ‘এই সন্ত্রাস আমাদের ভীত করতে পারবে না বা আমাদের দুর্বল করতে পারবে না’ বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া আবারও ইউক্রেনের বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে এবং জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক ইউক্রেনীয়দের ওপর ‘গণহত্যার’ আক্রমণ শুরু করার জন্য মস্কোকে অভিযুক্ত করেছেন।

 

মস্কো অবশ্য বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার কথা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পশ্চিমা নেতারা রাশিয়াকে ‘কোনও সামরিক উদ্দেশ্য ছাড়াই’ ঘন ঘন বোমাবর্ষণের জন্য অভিযোগ করেছেন।

 

এছাড়া গত জুলাই মাসের শুরুর দিকে জাতিসংঘ জানায়, গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ২৫ হাজার ৬৭১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে আরও বেশি হতে পারে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪