ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির ফল প্রকাশ, পাস ৬২.৯৬

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন ৬২ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়েছে।

বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৬৬৩ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ২২৯ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ২৩ জন ছাত্র এবং ১১ হাজার ২০৬ জন ছাত্রী। পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ।

শিক্ষার্থীদের মধ্যে ২৩ জন ‌‌‘এ’ প্লাস, এক হাজার ৯৮৭ জন ‘এ’, ৭ হাজার ১০৯ ‘এ’ মাইনাস, ১০ হাজার ৮২৭ জন ‘বি’, ৬ হাজার ১৯৯ জন ‘সি’ এবং ৮৪ জন ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বাউবির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত পাওয়া যাবে।