ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন রাজ

প্রতিবেদক:- নিরেন দাস,দিনাজপুর:

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদ নির্বাচনে বে-সরকারী ভাবে কামাল হোসেন রাজ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

বুধবার উপজেলা নির্বাচনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বে-সরকারী ভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ উপজেলায় তিন জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ মোটরসাইকেল প্রতিক নিয়ে ২২ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন টেলিফোন প্রতিক নিয়ে ১৯ হাজার ৩৭৮ ভোট পেয়েছেন।আমিনুল ইসলাম আনারস প্রতিক নিয়ে ২ হাজার ২৪২ ভোট পেয়েছে।

 

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পারুল নাহার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।