নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে দুই দিনের সফল শেষে বঙ্গভবনে ফিরে গেলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন। কক্সবাজার বিমানবন্দর থেকে সোমবার বিকাল ৫ টার দিকে উড্ডয়ন করে রাষ্ট্রপতিকে বহন করা হ্যালিকপ্টার। এর আগে সফরের দ্বিতীয়দিন সকালে কক্সবাজারের বিচারকদের সাথে সৌজন্যে সাক্ষাতের পর মেরিনড্রাইভ সড়ক হয়ে দরিয়ানগর যান রাষ্ট্রপতি।
সেখানে কিছু সময় অবস্থানের পর ইনানীর পালংকি রেস্টুরেন্টে আয়োজিত মধ্যাহ্নভোজে ফার্স্টলেডি ড.রেবেকা সুলতানা সহ রাষ্ট্রপতি অংশ নেন। যেখানে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবার দিয়ে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের আপ্যায়ন করা হয়। এরপর বিকেল চারটার দিকে কক্সবাজার ফিরে এসে হিলটপ সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় সফরের আনুষ্ঠানিকতা। পরে বিমানবন্দরে সরকারের পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।
২৯ জুলাই বান্দরবান রাত্রিযাপনের পর ৩০ জুলাই সকালে কক্সবাজারে পৌঁছান রাষ্ট্রপতি। বিকেলে সমুদ্রদর্শন ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত জলতরঙ্গ রিসোর্টে রাত্রিযাপন করেন দেশের ২২ তম রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।