ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি সীমিত করার পরামর্শ

ইকরা তৌহিদ মিম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্র রাজনীতি সীমিত করার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম সিনেট অধিবেশনের আলোচনা পর্বে এ দাবি করেন তিনি।

নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক দুঃখজনক খবর আমরা পাই। ছাত্র রাজনীতি সব দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে আছে। সেটি যখন মাত্রাতিরিক্ত হয় তখন শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। এজন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সীমিত করতে হবে। ’

 

তিনি বলেন, ‘ছাত্রদের বুঝিয়ে শুনিয়ে এটা করতে হবে। তারা রাজনীতি করবে। কিন্তু তা ফ্যাকাল্টির বাইরে, ফ্যাকাল্টিগুলো রাজনীতি মুক্ত হতে হবে। ছাত্র রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন নষ্ট না হয়।’

 

এ প্রসঙ্গে সিনেট অধিবেশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার কোন কথা বলেননি।

তবে নজরুল ইসলামের এ পরামর্শের বিরোধিতা করেন বিসিএস‌আই‌আরের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আফতাব আলী শেখ।

 

তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি ছাড়া বাংলাদেশ স্বাধীন হত না। এটা থাকা লাগবে। আগে তো শুনতাম কারা ছাত্রদের রগ কেটে দিয়েছে। এখন এমন কিছু হয় না। ছোটখাটো কিছু ঘটনা ঘটে। এজন্য ছাত্র রাজনীতি বাদ দেওয়া যাবে না।’

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪