ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে বার্মিজ মহিষ ও সুপারি আটক

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৩ টি বার্মিজ মহিষ ও এক পিকাপ (গাড়ি) সুপারি আটক করেছে।

শনিবার-রবিবার (২৯-৩০ জুলাই) ১১ বিজিবির নবাগত অধিনায়ক ও জোন কমান্ডারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি নারকেল বাগান এলাকা থেকে ১৩টি মহিষ আটক করতে সক্ষম হন বিজিবি জোয়ানরা। এছাড়াও সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে বিজিবির পৃথকভাবে অভিযান চালিয়ে এক পিকাপ বার্মিজ সুপারি আটক করা হয়।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

১১ বিজিবির নবাগত অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল সাহল আহমেদ নোবেল,এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,মাদকদ্রব্য, অবৈধভাবে গবাদিপশু, সুপারি চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে।

এছাড়াও দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত আছে থাকবে।

 

এইচ এম কাদর,সিএনএন বাংলা২৪