ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিসিপিসির সাংগঠনিক সম্পাদক হলেন রিয়াদুল মামুন সোহাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৬নং ওয়ার্ডের কৃতি সন্তান। তিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাষ্টার রফিকুল ইসলাম ও রওশন আরা বেগমের ৬ষ্ঠ সন্তান।

 

সোহাগ ২০১০ সালে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায় কাজ শুরু করেন। প্রথমে সন্দ্বীপ প্রতিনিধি হিসেবে কাজ শুরু করলেও আস্তে আস্তে নিজের মেধাকে কাজে লাগিয়ে বর্তমানে দুই মেয়াদে নির্বাহী সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।

 

তিনি দৈনিক মাতৃজগতের নির্বাহী সম্পাদক ” ছাড়াও জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এছাড়া বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও কাজ করে যাচ্ছেন।

 

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোহাগ। তিনি সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে চান বলেও জানিয়েছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪