নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে মো: রমজান আলী (২৩) নামের একজন মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব-১৫। এসময় তার কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সে টেকনাফ উপজেলার ওয়াবরাং এলাকার আব্দুল গফুর এর পুত্র।র্যাব-১৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৪ জুলাই) এ তথ্য জানা গেছে।
র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম ফুলের ডেইল এলাকায় মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ২৩ (জুলাই) আটককৃত ব্যক্তির দেহ ও অটোরিক্সা তল্লাশী করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সটি জব্দ করে। আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই আরো ২/৩ জন মাদক কারবারী পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪