ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আরসা সদস্য সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
তুমব্রু সীমান্তের কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে র‌্যাবের উপর আক্রমণ ও র‌্যাব সদস্য হত্যা চেষ্টা মামলার আসামী আরসা সদস্য সোহেলকে উখিয়ার বালুখালি থেকে গ্রেফতার করেছে র‌্যাব ।

র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে ,গত ১৫ অক্টোবর ১১.০০টায় র‌্যাব-১৫ একটি দল অভিযান চালিয়ে উখিয়া থানার বালুখালী থেকে মিয়ানমার নাগরিক রশিদুল্লাহ পুত্র মোঃ সোহেল (২০) কে গ্রেফতার করে ।

র‌্যাব সুত্রে জানা যায় ,মোঃ সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের উপর আক্রমণ ও র‌্যাব সদস্য হত্যা চেষ্টায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।