ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক:

টেকনোক্র্যাট মন্ত্রী (সংসদ সদস্য নন এমন) ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ রবিবার (১৯ নভেম্বর) তারা পদত্যাগপত্র জমা দেন ।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রীপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন। বর্তমানে সরকারের মন্ত্রীপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রী হলেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম।

এ বিষয়ে মন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে দেশ রূপান্তরের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি। বিষয়টি নিয়ে মোস্তাফা জব্বারের কাছে জানতে চাওয়া হলে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কথা বলতে বলেন।