ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কুতুবদিয়া উপজেলায় ট্রাক চাপায় গৃহবধু নিহত

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ঘিলাছড়িতে বালুবাহী ট্রাক চাপায় হাফছা বেগম নামের এক নারী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার এ ঘটনাটি ঘটে। সে স্থানীয় কৈয়ারবিল ঘিলাছড়ি গ্রামের গফুর বাদশার স্ত্রী হাফছা বেগম (৪০)।

প্রত‍্যক্ষদর্শী সূত্রে জানা গেছে প্রতিদিনের ন্যায় ঘিলাছড়ি সংলগ্ন সমুদ্র চরে চিংড়ি পোনা ধরতে গেলে দুর্ঘটনার শিকার হয় ওই নারী। মঙ্গলবার সকাল ১০টার দিকে একই স্থানে চর থেকে বালু তুলতে যাওয়া একটি মাহিন্দ্র ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে গুরতর আহত হন ওই নারী।

পরে স্থানীয় উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্মরত ডা. নেছার আহমেদ গৃহবধুকে মৃত বলে জানান।

থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত গৃহবধুর প্রাথমিক সুরতহাল রিপোর্ট নিতে পুলিশ হাসপাতালে অবস্থান করছেন। রিপোর্ট শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪