ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারকা হোটেলের মাইক্রোবাসের সঙ্গে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সাগরতীরের লাবনী পয়েন্ট এলাকার তারকা হোটল ‘কক্স টুডে’র মাইক্রোবাসের সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলম রায়হান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাত বারোটার দিকে লাবনী পয়েন্টের ইউএনএইচসিআর অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলম রায়হান মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরারঘোনা গ্রামের আব্দুল গনির পুত্র।

 

আহত যাত্রীরা হলেন- সালাহউদ্দিন (৩০), রুবেল তালুকদার (৩৫), আতিকুর রহমান (৩৮), মশিউর রহমান (৩০)। এরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

 

জানা গেছে, হোটেল ‘কক্স টুডে’-এর একটি মাইক্রোবাস হোটেল থেকে ছেড়ে কক্সবাজার বিমানবন্দরের দিকে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা আরও একটি অটোরিকশার সঙ্গে এর ধাক্কা লাগে। ফলে অটোরিকশা দুটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে অটোরিকশার যাত্রী আলম রায়হানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এর ঘণ্টাখানেক পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪