ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার- ২

এস.এম.জয়,বগুড়া :

বগুড়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ ৷ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মাটিডালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈরের বক্তারপুর এলাকার শহিদুল ইসলাম এবং ঠাকুরগাঁও এর রানীশংকৈল এলাকার মারুফ হোসেন৷ “CNN Bangla 24 ” কে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা৷

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মোল্লা ট্রাভেলসে তল্লাশি চালানো হয়৷ এতে যাত্রীবেশে থাকা দুই মাদক ব্যবসায়ীকে ৮৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় প্রেরণ করা হয়েছে।