ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফের মৌলভীবাজার থেকে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মৌলভীবাজার এলাকা থেকে ৩,২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব-১৫, কক্সবাজার’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারস্থ গাউছিয়া ষ্টোর নামীয় মুদি দোকানের সামনে কক্সবাজার টু টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

 

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ৩,২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহেশখালীয়া পাড়ার আবদুল আমিন ও নুরজাহানের পুত্র আবুল মঞ্জুর (৪৩), বাচা মিয়া ও নুর নাহার বেগমের পুত্র মোঃ রাশেদ (২২), মৃত আলি আহমদ ও মমতাজ বেগমের পুত্র ইউসুফ মিয়া (৪২)।

 

র‌্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ সদরসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার মাদককারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪