ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকার পতনের একদফা দাবিতে উত্তাল বীর চট্টলা

হোসেন বাবলা, চট্টগ্রাম:

দেশব্যাপি চলমান কর্মসূচির অংশ হিসেবে বিএনপির পদযাত্রা চট্টগ্রামের দলীয় কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।বুধবার (১৯ জুলাই) পূর্ব ঘোষিত কর্মসূচি পদযাত্রা উপলক্ষে নগরীর নাসিমন ভবনস্থ নূর আহমদ সড়কে পদযাত্রাপূর্বক সভা শুরু হয় বেলা আড়াইটায়।

সভা শেষে বিকেল সাড়ে ৩টায় পদযাত্রা শুরু হয়ে নগরীর নূর আহমদ সড়ক হয়ে লাভ লেইন, এনায়েত বাজার, জুবলি রোড, আমতলী রিয়াজুদ্দিন বাজার, নিউ মার্কেট স্টেশন রোড়, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে পদযাত্রা শেষ হয় বিকাল সাড়ে পাঁচটায়।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পথযাত্রা উত্তর সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ডা, শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম বক্কর, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ান, এনামুল হক চৌধুরী, এসএম ফজলুল হক, উত্তর জেলা বিএনপির মাহাবুবুর রহমান শামীম, ব্যারিষ্টার মীর মোহাম্মদ‌ হেলাল, হুম্মাম কাদের চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক দলের নাজিম উদ্দিন চৌধুরী, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তীসহ নগর বিএনপি, যুবদল, ছাত্রদল , শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতারা বক্তব্য রাখেন।

 

এদিকে পদযাত্রাপূর্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রিয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পদযাত্রায় নগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা এবং উত্তর-দক্ষিণ জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: