ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুবলীগনেতা মোনাফ সিকদার যুবতীসহ আটক: পুলিশ-কাজি ডেকে বিয়ে

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনাফ সিকদারকে শহরের পেশকারপাড়ার একটি বাসায় এক নারীসহ আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক আটক করেছে জনতা। পরে পুলিশ ও কাজি ডেকে তাৎক্ষণিক দুজনের বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের পেশকারপাড়ায় এই ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পেশকারপাড়ার তাসলিমা নামের এক যুবতীর সাথে দীর্ঘ প্রায় ৭-৮ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে জেলা যুবলীগের নেতা মোনাফ সিকদারের। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে মোনাফ ওই যুবতীর বাসায় গিয়ে রাত যাপন করেন। বিষয়টি নিশ্চিত হয়ে রাত তিনটা থেকে এলাকার লোকজন বাসাটি ঘিরে রাখে। পরে সকালের দিকে সমাজপতিরা ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে বাসাটি তালাবদ্ধ করে দেয়। খবর পেয়ে এক পর্যায়ে কক্সবাজার শহর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সমাজের লোকজন ও পুলিশ কাজি ডেকে ওই যুবতীর সাথে মোনাফ সিকদারের বিয়ে পড়িয়ে দেয়। মোনাফ সিকদার কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পেশকারপাড়ার শাহাবুদ্দিনের পুত্র।

ভুক্তভোগী যুবতীর মা জানান, দীর্ঘদিন ধরে মোনাফ সিকদার আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে মেলামেশা করে আসছে।

ভুক্তভোগী তাসলিমা বলেন- ‘মোনাফ বিয়ের কথা বলে দীর্ঘ ৮বছর ধরে আমার সাথে অবৈধ মেলামেশা করে আসছে। ক’দিন আগে মোনাফ অন্য এক মেয়ের সাথে বিয়ের কথা পাকাপোক্ত করে। এরপরও আমাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছে। আমি সমাজে মুখ দেখাতে পারছি না’।

পেশকারপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক আবু আহমদ বলেন- ‘এই যুবতীর সাথে মোনাফের দীর্ঘ ৮ বছর ধরে অবৈধ সম্পর্ক চলে আসছে। আগেও একবার মোনাফ ওই যুবতীকে সামাজিকভাবে বিয়ের আশ্বাস দেয়। কিন্তু তা আজও কার্যকর করেনি। তাই সমাজের সকলে তাকে ওই যুবতীর ঘরে হাতেনাতে ধরে কাজি ডেকে বিয়ে পড়িয়ে দেয়া হয়েছে

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪