ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে মানবপাচারকারী গ্রেপ্তার, ৫৮ রোহিঙ্গা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :

 

কক্সবাজারের টেকনাফ থেকে ৫৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয় । এসব রোহিঙ্গা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে পুলিশের হাতে ধরা পড়ে।

 

শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়।

 

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি।

তিনি জানান, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের এনে টেকনাফে একটি এলাকায় রাখে পাচারকারী চক্রের সদস্যরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানবপাচারচক্রের মূলহোতাকে গ্রেফতার করে। এসময় ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

 

ওসি আরও জানান, মানবপাচারকারী চক্রের বেশ কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযানে নেমেছে।