ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনগর কাছাড়ীতে তারতিলুল কুরআন ক্বিরাত প্রশিক্ষণ বাংলাদেশ বোর্ডের ফলাফল প্রকাশ ও ক্বারীগণের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় তারতিলুল কুরআন ক্বিরাত প্রশিক্ষণ বাংলাদেশ বোর্ডের অধিনে পরিচালিত কাছাড়ী বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ শাখার জামাতে সুরা থেকে জামাতে ছালিছ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রশিক্ষক ক্বারীগণের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) কাছাড়ী বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ শাখায় সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও বাদ জোহর প্রশিক্ষক ক্বারীগণের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান প্রধান ক্বারী মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ক্বারী জাকির হোসেন শাকিবের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্বিরাত প্রশিক্ষণ এর প্রবাসী সদস্য সামছুল ইসলাম, জিল্লুর রহমান, মসজিদের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, গাউছুল আযম জামে মসজিদের ইমাম মাওলানা জুনাইদ রেযা ক্বাদেরী, কাছাড়ী নূরানী জামে মসজিদের ইমাম মাওলানা হিফজুল রহমান, কাছাড়ী ইসলামী ছাত্রসেনা সভাপতি ক্বারী সেজু আহমদ, ক্বারী ইসমাইল মিয়া, ক্বারী মাহবুবুর রহমান প্রমুখ।

এসময় ক্বারীগণের পক্ষ থেকে প্রবাসী সদস্যদের সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং ক্বিরাত প্রশিক্ষণের শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্বারীগণকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

পরে দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহ এবং পবিত্র কুরআন শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট