ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপূজা উপলক্ষে বন্ধন’র পক্ষ থেকে বস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্ধন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ১০০ জন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর দুপুরে রামচন্দ্রপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে এই বস্ত্র বিতরণ করা হয়। সুজন দাশের সভাপতিত্বে সেলিম আহমেদ শাকিলের সঞ্জালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শফিকুর রহমান, ৬ নং ওয়ার্ডের সদস্য জহুর আলী, ৩ নং ওয়ার্ডের সদস্য মো: সোহেল আহমেদ, ৮ নং ওয়ার্ডের সদস্য রাইনুল ইসলাম সালাউদ্দিন, ৭নং ওয়ার্ডের সদস্য বাছিরুল ইসলাম, বন্ধন সামাজিক সংগঠনের উপদেষ্টা সদস্য শাহীন আলম লিলু, নজরুল ইসলাম, অসিম দাশ, দোলন দাশ।

 

এসময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সেবুল মিয়া, সায়াদ আলী, নুরামীন মিয়া, রিয়াজ মিয়া, শাওন মিয়া, নয়ন দাশ, উজ্জ্বল মিয়া প্রমুখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪