নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন শুরু হবে রোববার (৫ মে), চলবে ২০ মে পর্যন্ত। শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচ থেকে ১৬তম ব্যাচের কর্মকর্তারা এ সময় বদলির জন্য আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বদলি নীতিমালা-২০২০ অনুযায়ী সংশ্লিষ্টদের অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা পেশ করা আবেদন বিবেচনা করা হবে না।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকদের বদলি নীতিমালা ২০২০ অনুযায়ী অধ্যক্ষ, উপাধ্যক্ষের শূন্য পদে বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধানরা ২১ মে’র মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অগ্রায়ণ করার জন্য বলা হয়েছে।