ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার চার আসনে বৈধ প্রার্থী ২৫ ,বাতিল মনোনয়ন ৭

সালেহ আহমদ স’লিপক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজারের চারটি আসনের মনোনয়ন জমা দিয়েছিলের মোট ৩২ জন প্রার্থী। যাচাই বাচাই শেষে ২৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে জেলা রিটানিং অফিসার। বাতিল হয়েছে ৭ জনের প্রার্থীতা।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসনের সভাকক্ষে ২৫জন বৈধ প্রার্থীর তালিকা ও বাতিলকৃত ৭ জনের নাম ঘোষণা করেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এনিয়ে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, মৌলভীবাজার-১ আসনে ১ জন, মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সদস্য আব্দুর রহিম শহীদ সহ ৫ জন, মৌলভীবাজার-৪ আসনে ১ জন এর প্রার্থীতা বাতিল হয়। মৌলভীবাজার-২ আসনে কোন প্রার্থীর নমিনেশন বাতিল হয়নি।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলার ৪টি আসনে মোট ভোটার ১৫ লক্ষ ১৬ হাজার ৫ শত ৪২ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লক্ষ ৪৬ হাজার ৭ শত ৬২ জন ও পুরুষ ভোটার ৭ লক্ষ ৬৯ হাজার ৭ শত ৮০ জন।