হোসেন বাবলা, চট্টগ্রাম :
চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অন্যতম প্রকল্প “চমাশিহা ক্যান্সার ইনস্টিটিউট ও রির্সাচ সেন্টারের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজাদীর সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক লায়ন এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, চট্টগ্রাম -১০ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, ক্যান্সার ইনস্টিটিউটের কো- চেয়ারম্যান এস এম আবু তৈয়ব।
শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন, ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, সহ-সভাপতি আব্দুল মান্নান রানা, ইঞ্জিনিয়ার লায়ন মোঃ জাবেদ আফছার চৌধুরী, সৈয়দ আজিম উদ্দিন, লায়ন অধ্যক্ষ সানা উল্লাহ, পরিচালক প্রশাসন ডা: নূরুল হক, ক্যান্সার হাসপাতালের বিভাগীয় প্রধান ডা: শেফাতুজাহান, প্রফেসর ডা.কামরুজ্জামান চৌধুরী।
৫ নভেম্বর, রোববার সকাল সাড়ে ১১টায় হাসপাতালের নতুন ভবনের দক্ষিণ পাশে প্রায় ১০০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউটে বিশ্বমানের স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে সমগ্র চট্টগ্রামবাসীর পাশে রেডিয়েশন, সার্জিক্যাল, মেডিকেল অনকোলজি, হেমাটোলজি এবং পেডিয়াট্রিক হেমাটোলজি ও অনকোলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিনিয়ত সেবায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থেকে দেশবাসীকে বিভিন্ন স্তরের সেবায় নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনাকালে স্বাস্থ্যসেবা দিয়ে গণমানুষের জীবনমান উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছে।
সিএনএন বাংলা২৪