ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে অপহরণ করে মুক্তিপণ দাবি ,র‌্যাবের অভিযানে উদ্ধার

নুর মোহাম্মদ,ককসবাজার:
কক্সবাজার সদরের লিংকরোড এলাকা থেকে মোঃ তৌহিদুল ইসলাম নামের অপহৃত কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।অপহৃত কিশোরের পিতা আবুল বশর জানান, গত ১৫ নভেম্বর রাতে ককসবাজার পৌর এলাকার দক্ষিণ কলাতলী হতে মোঃ তৌহিদুল ইসলামকে অপহরণ করে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপরহরণকারীরা।

র‌্যাব-১৫, জানান অপহৃত কিশোরের পিতা আবুল বশর কিশোরকে উদ্ধারে র‌্যাবের স্মরণাপন্ন হন এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি’তে অভিযোগ দায়ের করেন। ককসবাজার সদর মডল থানায় জিডি নং ১২৬১।

অভিযোগ পাওয়ার পর সোমবার (২০ নভেম্বর) র‌্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল লিংকরোড এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত মোঃ তৌহিদুল ইসলাম (১৪) কে উদ্ধার করে। তিনি নয়াপাড়া এলাকার আবুল বশর’র পুত্র। অপহৃতকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছেন বলে জানান র‌্যাব।